নিউজ ডেস্ক - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কালি দেওয়ার অভিযোগ গ্রেফতার মহারাষ্ট্র যুব কংগ্রেস সভাপতি। এবার নাগপুর আদালত যুব কংগ্রেসের সভাপতি কুণাল রাউতকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। গত সপ্তাহে জেলা পরিষদের অফিসের সামনেই মোদীর ছবিতে কালি দিয়েছিলেন বলে অভিযোগ। প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা আশিস দেশমুখ জানিয়েছেন, সাংবিধানিক পদে রয়েছে এমন কারোর ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনা একটা অপরাধ। মনে হচ্ছে এই ধরনের ঘটনার পেছনে কংগ্রেসের ইন্ধন রয়েছে।
অভিযুক্ত কুণাল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর ছেলে। রবিবার রাতে কুণালকে সদর থানার পুলিশ গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তিকে বিকৃত করা, অবৈধভাবে প্রবেশ করা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
Tags
Indi