কনকনে শীতের রাতে যখন উৎসবের আলোয় সেজে উঠেছে চারিদিক, তখন সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা ‘খুশির আলো ফাউন্ডেশন’। গত ২৫শে ডিসেম্বর, বড়দিন উপলক্ষে জাঙ্গিপাড়া থানার বিশেষ সহযোগিতায় এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র ও কেক বিতরণ করা হয়।
বড়দিন মানেই উপহার আর আনন্দের মেলা। কিন্তু সমাজের এক বড় অংশ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। সেই কথা মাথায় রেখেই খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা জাঙ্গিপাড়া থানা এলাকার রাস্তাঘাটে আশ্রিত ও প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে যান। হাড়কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল ও শীতবস্ত্র। সেই সঙ্গে বড়দিনের খুশি ভাগ করে নিতে বিতরণ করা হয় কেক ও মিষ্টি।
এই মহতী উদ্যোগে জাঙ্গিপাড়া থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের সদস্যরা জানান, পুলিশের এই সহযোগিতা তাঁদের কাজকে আরও সহজ ও গতিশীল করেছে। আইন-শৃঙ্খলার অতন্দ্র প্রহরীদের এই মানবিক রূপ দেখে এলাকাবাসীও তাঁদের সাধুবাদ জানিয়েছেন।

