নিউজ ডেস্ক: হুগলির কানাইপুরে শিশু খুনের ঘটনায় এবার নয়া মোড়। পুলিশের নজরে এবার মা ও মায়ের এক বান্ধবী। জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই তাঁদের জেরা করছে পুলিশ। যদিও গত রবিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেছিল। আজ আজ সকালে মৃতের মা ও এলাকারই বাসিন্দাকে ( মায়ের বান্ধবী) থানায় নিয়ে যায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃতের মা ও তাঁর বান্ধবীকে জেরা করলেই প্রকাশ্যে আসতে পারে আসল ঘটনা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, হুগলির কানাইপুরে প্রায় দিনই সন্ধ্যার দিকে বেশিরভাগ সময় একা থাকত স্নেহাংশু। শুক্রবার সন্ধ্যাতেও একা ঘরে বসে ছাত্রটি পড়াশোনা করছিল। তার পাশের ঘরে টিভিও চলছিল। আচমকাই স্নেহাংশুর খুড়তুতো বোন বাড়িতে ঢুকে চিৎকার করতেই প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। তারা দেখে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাচ্চাটি। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। শিশুকে উদ্ধার করে হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
Kanaipur na Konager
উত্তরমুছুন