খুদেদের মুখে হাসি ফোটাল চন্ডীতলা থানা, নতুন বছরে মানবিক উদ্যোগ পুলিশের



পুলিশ মানেই শুধু কড়া হাতে আইন-শৃঙ্খলা রক্ষা—এই চিরাচরিত ধারণাকে ভেঙে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চন্ডীতলা থানা। নতুন বছরের প্রথম দিনটিকে সমাজের পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে আনন্দে ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ নিল চন্ডীতলা থানার পুলিশকর্মীরা। ইটভাটার শ্রমিকদের পরিবারের শিশুদের নিয়ে এক হৃদয়ছোঁয়া পিকনিকে মেতে ওঠেন তাঁরা।


এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন থানার অফিসার ইনচার্জ অনিল রাজ। তাঁর পরিকল্পনায় প্রায় ৩০০ জন শিশুকে চেয়ার-টেবিলে বসিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করেন ওসি অনিল রাজ। ভোজের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি। খুশিতে মুখ ভরে ওঠে খুদে অতিথিদের।


জানা গিয়েছে, গত কয়েক মাস আগে ঝাড়খন্ড থেকে কাজের সন্ধানে হুগলিতে এসে চন্ডীতলা থানার অন্তর্গত গঙ্গাধরপুর ইটভাটায় কাজ শুরু করেন একাধিক পরিবার। সেই সব পরিবারের শিশুদের সঙ্গেই বছরের প্রথম দিনটি আনন্দে কাটান পুলিশকর্মীরা। ভোজ শেষে শিশুদের হাতে শীতের কথা মাথায় রেখে কম্বলও তুলে দেওয়া হয়।


পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, এই উদ্যোগ শুধু নতুন বছরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরের অন্যান্য সময়েও মানবিক কাজের অংশ হিসেবে রক্তদানের প্রয়োজন হলে শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি, ইটভাটার শ্রমিকদের পরিবারের শিশুদের পড়াশোনার সুযোগ বাড়াতে নিয়মিত সহায়তার পরিকল্পনাও রয়েছে।

পুলিশের উর্দির আড়ালে থাকা এই মানবিক মুখ নতুন বছরের শুরুতে সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল বার্তা দিল।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন