নিউজ ডেস্ক - রাজনীতি করলেও বাংলা সিরিয়ালে তাঁর সব জানা। শত ব্যস্ততার মধ্যেও এইসব নিয়ে আপটেড রাখেন তিনি। আর এবার দিদি নম্বর ১ এ আসতে চলেছেন স্বয়ং বাংলার দিদি তথা রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে নবান্নে হাজির হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময় হইচই শুরু হয়েছিল। অনেকেই মনে করছিলেন রচনা এবার তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই জল্পনা উড়িয়ে ছিলেন বাংলা টেলিভিশনের দিদি। আর মাস ঘুরতেই প্রকাশ্যে এল আসল কারণ। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর ১-এ (Didi No 1) এবার হাজির হচ্ছেন বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।।
শোনা যাচ্ছে, আগামী বুধবার দিদি নম্বর ১-এর সেটে মমতার সঙ্গে থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ২১শে ফেব্রুয়ারি পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু কৃষক বিক্ষোভের জেরে আপতত স্থগিত সেই সফর। তাই মমতা সম্মতি জানিয়েছেন, আগামী বুধবার দিদি নম্বর ১-এর শ্যুটিংয়ে থাকার।