নিউজ ডেস্ক : সর্বভারতীয় নিট পরীক্ষায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। তাদের ফের পরীক্ষা হবে ২৩ জুন। যারা পরীক্ষা দিতে চাইবে না তাদের গ্রেস মার্কস কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে। বিচারপতির পর্যবেক্ষণ, 'এই কয়েকজন পরীক্ষার্থীর জন্য গোটা পরীক্ষা বাতিল করা উচিত হবে না। কাউন্সেলিং চালু রাখতে হবে। তাতে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।'
সুপ্রিম কোর্টে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছিল যে পাটনায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর রাজস্থানের প্রার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয়।ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়েছে NTA।বিতর্ক কিন্তু সেখানে থামেনি। এবার ৬৭ জন প্রথম স্থানাধিকারী হওয়ায় প্রশ্ন উঠেছে। বিশেষত হরিয়ানার একটি পরীক্ষাকেন্দ্র থেকে ছ'জন প্রথম হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে। সেইসঙ্গে গ্রেস মার্কস দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে বহু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিয়েও প্রশ্ন ওঠে। কারণ অনেকেই ৭১৯ বা ৭১৮ নম্বর পেয়েছিলেন। তবে নিট পরীক্ষার মার্কিং নিয়মে তা সম্ভব নয়। আদতে ৭২০ নম্বরের পরে প্রাপ্ত নম্বর ৭১৬ নম্বর বা ৭১৫ নম্বর হতে পারে। যদিও সেই বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ায় গ্রেস নম্বর ফিরিয়ে নেওয়া হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার।