পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রের সাথে কোনো ভুল কাজ করলে হতে পারে জেল ও জরিমানা


 

নিউজ ডেস্ক - নিট  (NEET) ও ইউজিসি-নেট (UGC-NET Exam) পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে করে জল্পনা, উঠেছে বিস্তর দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। নিট পরীক্ষা বাতিল না হলেও, নেট বাতিল হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষাও। আর এই পরিস্থিতি মধ্যেই বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল করা রুখতে আনা হল কঠোর আইন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই আইন পাশ হলেও, শুক্রবার নিট-নেট বিতর্কের মাঝে কেন্দ্রের তরফে এই আইনের নির্দেশিকা জারি করে। পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গ অনুযায়ী, নিট দুর্নীতি ও নেট পরীক্ষা বাতিল প্রসঙ্গেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দিন দুয়েক আগে জানতে চাওয়া হয়েছিল যে এই আইন কবে আনা হবে। সেই সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে, আইন মন্ত্রক এই আইনের নিয়ম তৈরি করছে। বিতর্ক বাড়তেই দুদিনের মধ্যে সেই আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।

আইনে যা উল্লেখ রয়েছে -

কেন্দ্রের আনা নতুন আইনে উল্লেখ করা হয়েছে যে যদি কোনও এক বা একাধিক ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়েন, তবে তার ন্যূনতম ৩ বছরের ও সর্বাধিক ৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানাও হতে পারে। যদি কেউ উত্তরপত্রেও কোনওরকম পরিবর্তন করে, সেক্ষেত্রেও একই  সাজা দেওয়া হবে। জামিন অযোগ্য ধারায় এই মামলা দায়ের করা হবে।

যদি কোনও নিয়ামক সংস্থা বা পরীক্ষা আয়োজক সংস্থা পরীক্ষায় নকল বা কোনও রকম জালিয়াতি সম্পর্কে জানেন, কিন্তু রিপোর্ট না করেন, তবে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তদন্তের সময় যদি কোনও আধিকারিককে অপরাধে যুক্ত পাওয়া যায়, তবে তাদের ন্যূনতম ৩ বছরের জেল হতে পারে। সর্বাধিক ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

যদি পরীক্ষা আয়োজক সংস্থাই অপরাধে যুক্ত থাকে, তবে ন্যূনতম ৫ বছর ও সর্বাধিক ১০ বছর জেল হতে পারে। ১ কোটি টাকা জরিমানাও করা হতে পারে।

ভারতীয় ন্যয় সংহিতার উল্লেখ থাকলেও, ভারতীয় দণ্ডবিধির ধারাগুলি কার্যকর থাকবে বলেই উল্লেখ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকেই এই আইন কার্যকর হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন