নিউজ ডেস্ক - দিঘার পাশ্ববর্তী সমুদ্র সৈকত তাজপুরে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙনে ক্ষতিগ্রস্ত হল দোকানপাট। যাঁরা তটবর্তী এলাকায় থাকেন তাদের রীতিমতো আতঙ্কে দিন কাটছে। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে শঙ্করপুর , তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে কয়েকটি দোকান ইতিমধ্যে সমুদ্রে তলিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে সাহায্য চাইছেন। একদিকে সমুদ্রের পাড় ভেঙে চলেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দিঘার সমুদ্রের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় অঞ্চল প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে।
রামনগর ১পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, “আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যেন করা হয়। এলাকার প্রায় তিন কিলোমিটার ধরে কোনও কংক্রিটের বাঁধ নেই। একের পর এক পাড় ভাঙছে। জনজীবন বিপর্যস্ত হচ্ছে।”