নিউজ ডেস্ক - মহালয়ার দিন সকালে বৃষ্টি হল কলকাতাতে। আজ,মহালয়া উপলক্ষ্যে গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য মানুষের ভিড় হয়েছে। আর সকলেই ঝেঁপে এল বৃষ্টি। আবহওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে আরও বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা , দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। আরও জানানো হয়েছে যে, বৃষ্টির ফলে কলকাতার কোনও কোনও স্থানে জল জমতে পারে। যার জেরে হতে পারে যানজট।
উল্লেখযোগ্য বিষয়, আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল অক্টোবর মাসের মাঝামাঝি সময় বৃষ্টি বিদায় নেবে বাংলা থেকে। আর তার আগে পুজোর সময় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে,দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।যদিও মহালয়ার দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু-এক স্থানে।