নিউজ ডেস্ক - আগামী ২২ অক্টোবরে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাসের কারণে বাংলায় কালীপুজোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার বৃষ্টি কিছুটা কমলেও বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা সেদিকে লক্ষ্য রাখছে আবহাওয়া দফতর।
এরই সাথে আগামী সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করছে আবহাওয়াবিদরা। এবং শনিবার সকালের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে উপকূল অঞ্চলে হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
Tags
Weather Report