নিউজ ডেস্ক - মহাষষ্ঠীর দিন সকাল থেকেই প্যান্ডেলে মানুষের ভিড় শুরু হয়ছে। তবে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।আর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আকাশে আজ বজ্রগর্ভ মেঘ ঘুরছে।কিছুক্ষণের মধ্যে এই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাত নিয়েও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে পুজোর বাকি দিনগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয়।
আজ সকাল থেকে কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার।যদিও মঙ্গলবার যে হারে বৃষ্টি হয়েছে, তাঁর ফলে কলকাতার একাধিক স্থানে জল জমে গিয়েছিল। তবে আজকের পরিস্থিতি এখনও স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত কলকাতায় কোনও রকম বৃষ্টির সতর্কবার্তা জারি হয়নি।
Tags
Weather Report