নিউজ ডেস্ক - গুড়াপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েজের কাছে কলকাতা বাউন দিয়ে বর্ধমান থেকে কলকাতা দিকে যাওয়ার সময় বসিপুর বর্ডারের কাছে রাস্তার পাশে ডিভাইডার গুলোকে ধাক্কা মারে একটি গাড়ি । সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন চালক এবং পাশে চালকের স্ত্রী।
ঘটনার পর গুড়াপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যায়গুড়াপ থানার সিভিক ভলেন্টিয়ার । জানা যাচ্ছে, বর্ধমানে ভাইফোটা উপলক্ষে গিয়েছিলেন । আর ফেড়ার পথে এই দূর্ঘটনা।
Tags
hooghly