নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর:সর্বদা খেলার মাঠে যেকোনো পরিস্থিতিতে তৈরি থাকতে হয় রেফারিদের। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও শারীরিক সক্ষমতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে রেফারিদের শারীরিক সক্ষমতা যাচাই করতে প্রতি বছরই আয়োজন করা হয় "ফিটনেস টেস্ট"।এবার এই ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের স্পোর্টস মাঠে। ৩০ মার্চ তারিখে আয়োজিত এই পরীক্ষার উদ্যোক্তা ছিল হুগলি রেফারিজ অ্যান্ড অ্যাসেসিয়েটস অ্যাসোসিয়েশন। এটি ছিল সেই সংস্থার পক্ষ থেকে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী জানিয়েছেন, এবারের পরীক্ষায় পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৮১ জন রেফারি অংশগ্রহণ করেছেন। পরীক্ষার ময়দানে একাধিক নারী রেফারিও উপস্থিত ছিলেন।শ্রীরামপুরে সংস্থার তত্ত্বাবধানে নিয়মিত ক্লাস চলতে থাকে বলেও জানান তিনি। মাঠে উপস্থিত রেফারিদের বিভিন্ন নিয়মকানুন ও খেলার পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।এই ধরনের পরীক্ষার মাধ্যমে রেফারিদের দক্ষতা ও সক্ষমতা যাচাই করে তাদের ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করা সম্ভব হচ্ছে বলে মত সংস্থার।