আরজি কর মামলা: তিলোত্তমার বাবাকে আইনি নোটিস, ৪ দিনের আল্টিমেটাম কুণাল ঘোষের

কলকাতা: আরজি কর হাসপাতাল কাণ্ডে মৃত চিকিৎসক তিলোত্তমার বাবাকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিযোগ, সংবাদমাধ্যমে কুণাল ঘোষের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেছেন তিনি। নোটিসে ৪ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, নইলে আদালতে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল।

কুণালের অভিযোগ, তিলোত্তমার বাবা সংবাদমাধ্যমে বলেছেন— “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” কুণালের দাবি, এই মন্তব্য আদালতে প্রমাণ করতে হবে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিলোত্তমার বাবার প্রতি তাঁর পূর্ণ সম্মান ও সহমর্মিতা রয়েছে। তবে যা ইচ্ছা তাই বলা যায় না। “যে যা শেখাবে তাই বলে যাওয়া” গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, তিলোত্তমার বাবা জানিয়েছেন, তিনি এখনও কোনও নোটিস পাননি। নোটিস পেলে জবাব দেবেন। কুণালের সিজিও যাওয়া প্রসঙ্গে সিবিআই সম্পূর্ণ অস্বীকার করেছে বলেও দাবি করেছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন