নিউজ ডেস্ক : নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার নতুন সম্মান। দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের জন্য মনোনীত হলেন তিনি। নীরজের পাশাপাশি খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন আরও দশজন ক্রীড়াবিদ, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। এবছর মোট ১১ জন ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছে খেলরত্ন পুরস্কারের জন্য।
নীরজের পাশাপাশি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার খেলরত্নের জন্য বেছে নিয়েছে ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন মিতালি রাজ এবং ভারতীয় হকি দলের গোলরক্ষর শ্রীজেশকেও।
খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত: নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, পিআর শ্রীজেশ, লভলিনা বড়গোহাঁই, রবিকুমার দাহিয়া, মিতালি রাজ, প্রমোদ ভগত্, অভনি লেখারা, কৃষ্ণ নাগর, সুমিত আন্টিল ও মণীশ নারওয়াল।
0 মন্তব্যসমূহ
Please Type Your Valuable Feedback.
EmojiKeep Supporting. Flow as on YouTube & Facebook.