Ticker

6/recent/ticker-posts

স্পিডবোট থেকে ছিটকে গিয়ে দীঘার গভীর সমুদ্রে ডুবে যাওয়ার সময় এক মহিলাকে উদ্ধার করল নুলিয়ালারা

 নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- স্পিডবোট থেকে ছিটকে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার গভীর সমুদ্রে ডুবে যাওয়ার সময় এক মহিলাকে উদ্ধার করল নুলিয়ালারা,জানা গেছে, বুধবার সকালে দীঘায় বেড়াতে আসে হুগলির বলাগড়ের বাসিন্দা লায়লা বেগম। দীঘার সমুদ্রের স্পিড বোর্ডে ওঠার সময় হঠাত্‍ ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় স্পিড বোর্ড।

এরপরে সমুদ্রের জলে পড়ে যায় লায়লা বেগম, তড়িঘড়ি তাকে এই ঘটনায় আহত অবস্থায় নুলিয়ালারা উদ্ধার করে লায়লা বেগমকে। তাকে প্রথমে দীঘা হাসপাতালে ।ভর্তি করা হয় পরে কাঁথি দখরুয়া হাসপাতালে। এবং সেখান থেকে চিকিত্‍সার তাকে কোলকাতায় পাঠান।ঘটনায় সমুদ্র সৈকত জুড়ে ছড়িয়েছে যথেষ্ট চাঞ্চল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ