বারবার বাড়ি থেকে বেরিয়ে যেতেন বাবা। তাই রাগে লাগাম দিতে পারেননি মেয়ে (Hooghly)। বাবার মাথা বাঁশ দিয়ে মেরে থেঁতলে দিয়েছে সে। আর তার জন্য কোনও অনুতাপ নেই। পুলিশের কাছে কাঁদতে কাঁদতে সে জানিয়েছে 'বেশ করেছি মেরেছি। অনেকবার মেরেছি।'
বারবার বাড়ি থেকে বেরিয়ে যেতেন বাবা। তাই রাগে লাগাম দিতে পারেননি মেয়ে (Hooghly)। বাবার মাথা বাঁশ দিয়ে মেরে থেঁতলে দিয়েছে সে। আর তার জন্য কোনও অনুতাপ নেই। পুলিশের কাছে কাঁদতে কাঁদতে সে জানিয়েছে 'বেশ করেছি মেরেছি। অনেকবার মেরেছি।'
গোবর-গোমূত্রে ভর করেই অর্থনীতি এগোবে তরতরিয়ে, ব্যাখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়।