হুগলি চুঁচুড়া পুরসভায় বিদায়ী পুরপ্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায় পুরপ্রধানের দাবিদার হলেও পিছিয়ে নেই দলের পুরনো কর্মী ও প্রাক্তন উপপুরপ্রধান অমিত রায়। শ্রীরামপুর পুরসভায় উত্তেজনার পারদ চরমে উঠেছে। বিদায়ী পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় থেকে বিদায়ী পুরপ্রশাসক গৌরমোহন দে সহ ৯ বারের কাউন্সিলর গিরীধারী সাহাও এবারে পুরপ্রধানের কুর্সির অন্যতম দাবিদার। কার ভাগ্যে শিঁকে ছিড়বে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বৈদ্যবাটিতে রেকর্ড ভোটে জিতে আসা জনপ্রিয় কাউন্সিলর সুবীর ঘোষ, অমৃত ঘোষদের মধ্যে কাউকে পুরপ্রধান করার দাবি তুলেছে দলের একাংশ। আবার পুরনো কর্মী ও প্রাক্তন উপপুরপ্রধান পিন্টু মাহাতোর নাম ও শীর্ষ নেতৃত্ব বিবেচনা করছে। তারকেশ্বর ও আরামবাগে স্বপন সামন্ত ও স্বপন নন্দীর হ্যাটট্রিক করার সম্ভবনা উজ্জ্বল হলেও তারকেশ্বরে যুব নেতা প্রাক্তন উপপুরপ্রধান উত্তম কুন্ডু ও আরামবাগের সংগঠক সমীর ভাণ্ডারীর নাম ও রয়েছে পুরপ্রধানের তালিকায়। তবে রিষড়া, ভদ্রেশ্বর ও চাঁপদানীতে পুরনোদের পদে বহাল থাকার সম্ববনা প্রবল। তবে এই নিয়ে তৃণমূলের কেউ মুখ খোলেনি
সৌজন্যে : সজাসাপটা
0 মন্তব্যসমূহ
Please Type Your Valuable Feedback.
EmojiKeep Supporting. Flow as on YouTube & Facebook.