নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৪ বৎসরের বামপন্থীদের সরকারের অপসারণ ঘটিয়ে বাংলার ‘মা -মাটি -মানুষ ‘এর সরকার এর প্রতিষ্ঠা ঘটিয়ে আজ মমতা বন্দোপাধ্যায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ!
আজ ৫ই মে রাজ্যের মা-মাটি -মানুষের সরকারের ১১তম বৎসরের পূর্তি দিবস! নেতাজি ইন্দোর স্টেডিয়াম এ দিদি আজ ২০লাখ বাংলার মায়েদের হাতে ‘লক্ষীর ভাণ্ডার ‘এর টাকা প্রদানের সূচনা করেন! সেই ঐতিহাসিক সময়কালকে সাক্ষী করতে ‘চণ্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির ‘ উদ্দোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত হয়! রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের বিভিন্ন চিত্র ব্যানার আকারে উপভোক্তাদের হাতে ধরিয়ে দিয়ে শোভাযাত্রা সংগঠিত হয়! এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অসংখ্য উপভোক্তাসহ স্বয়ং বিডিও সাহেব ‘নরোত্তম বিশ্বাস ‘সহ সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকগন! ও উপস্থিত ছিলেন।
বিধায়ক ‘স্বাতী খন্দকার ‘সহ চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ‘মলয় খাঁ ‘,সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ মোসারাফ আলী ও অন্যান্য কর্মাধ্যক্ষ ‘শুভেন্দু মুখোপাধ্যায়, কণিকা বন্দোপাধ্যায় ‘সহ সমস্ত পঞ্চায়েত এর প্রধান -উপপ্রধান গন! এছাড়াও উপস্থিত ছিলেন নবাবপুর গ্রামপঞ্চায়েত এর প্রধান রীনা সাঁতরা ও উপপ্রধান সাহেব জাহাঙ্গীর মল্লিক! আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রা মশাট বাজারে এক চমকপ্রদ শোভাযাত্রায় রুপান্তরিত হয়!
0 মন্তব্যসমূহ
Please Type Your Valuable Feedback.
EmojiKeep Supporting. Flow as on YouTube & Facebook.