Sourav Ganguly: দুর্গাপুরের দম্পতির স্বপ্ন পূরণ! দীর্ঘ প্রায় ১৮১ কিমি পথ অতিক্রম করে অবশেষে দেখা মহারাজের

নিজস্ব সংবাদদাতা: 15 ই আগস্ট সকালে দুর্গাপুর থেকে পায়ে হেঁটে রওনা হয়েছিলেন কলকাতায় সৌরভ গাঙ্গুলীর বাড়ির উদ্দেশ্যে। স্বপ্ন ছিল মহারাজের সাথে দেখা করা ও ফ্রি বাজারকে জেলায় জেলায় বিস্তার করা। 


অবশেষে দেখা হল মহারাজের সাথে। আজ কলকাতায় সৌরভ গাঙ্গুলীর বাড়ি পৌছেই মহারাজকে দেখে কান্নায় ভেঙে পড়েন সমাজসেবী শুভ চক্রবর্তী। শুভ ছোট থেকেই সৌরভের বড় ভক্ত। ইচ্ছে ছিল পায়ে হেঁটে সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করে তার সমাজ সেবামূলক কর্মকাণ্ড জেলায় জেলায় বিস্তার করা।


করোনা পরিস্থিতিতে লকডাউনে তার বাড়িতেই শুরু করে ফ্রি বাজার যেখানে বিনামূল্যে পোশাক তুলে দেয়া হতো দুস্থ অসহায় গরিবদের। শুভর কথাই তার এই ফ্রী বাজার যাতে জেলায় জেলায় বিস্তার লাভ করে, তাই মহারাজের সাথে দেখা করে তার মুখ দিয়ে রাজ্যবাসীকে আহ্বান করাতে পায়ে হেঁটে মহারাজের সঙ্গে দেখা করে তারা।

শুভর সেই ইচ্ছা পূরণ হল দেখা হল মহারাজের সাথে। তার ছেলের আঁকা মহারাজের ছবিতে অটোগ্রাফ দিলেন সৌরভ গাঙ্গুলী। সেই অটোগ্রাফ পেয়ে খুশি তার সহধর্মিনী রমা চক্রবর্তী। তিনিও একটানা স্বামীর সাথে পায়ে হেঁটে কলকাতায় পৌঁছেছেন ইচ্ছে পূরণ হওয়াতে খুশির হাওয়া দুর্গাপুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন