Dankuni Khatal: দুই কাউন্সিলরের নামে পোস্টার বিতর্কের মাঝে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল ডানকুনিতে

DNN Bangla
0

Dankuni Khatal: দুই কাউন্সিলরের নামে পোস্টার বিতর্কের মাঝে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল ডানকুনিতে

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে সাদা পোশাকে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে টাকা নিতে। কিসের টাকা! কে দিচ্ছে, কেন দিচ্ছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি DNN bangla. তবে স্থানীয় সূত্রে খবর, ভিডিওতে সাদা পোশাকে টাকা নেওয়া ব্যক্তি হলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কুসুম লস্করের স্বামী নাজমুল আলম লস্কর‌। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান মাস তিনেক আগে ওয়ার্ডে একটি অনুষ্ঠানের চাঁদা নিয়েছিলেন, কেউ সেই ভিডিও তুলে ভাইরাল করে বদনাম করার চেষ্টা করছে।

ভাইরাল ভিডিওতে যে তৃণমূল কাউন্সিলারের নাম শোনা যাচ্ছে বাপ্পা ওরফে দেবাশীষ নন্দী যার নাম আবার বাছুর বিক্রির নিষেধ নোটিশে উল্লেখিত ছিল তাঁর বক্তব্য এই বিষয়ে তিনি কিছুই জানেন না,বা কোন ভাগের ব্যাপারে তিনি কোনো ব্যাপারেই জড়িত নন।

এ বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান একটা ভিডিও ভাইরাল হয়েছে শুনেছি, তার সত্যতা কতটা তা জানা যায়নি তবে কোনো অনৈতিক কাজ সমর্থন করি না।

এবিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবাশীষ মুখার্জি বলেন ডানকুনিতে সব তোলাবাজিতে জড়িত তৃণমূল, তার সাথে জোট বেঁধেছে কংগ্রেস। শুধু খাটালের বাছুর বিক্রির বখরা নয়, লটারি দোকান, ঘুমটি সব জায়গাতেই তোলাবাজির সাথে যুক্ত তৃণমূল।

এ বিষয়ে তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন কংগ্রেস কাউন্সিলারের স্বামী টাকা নিচ্ছেন এটা কংগ্রেসের ব্যাপার। আর তৃণমূল কাউন্সিলারের নাম নেওয়া হচ্ছে মানে তৃণমূল কে বদনাম করার চেষ্টা হচ্ছে।

মনোহর পুর মিল্ক প্রজেক্ট এসোসিয়েশনের সম্পাদক লোকমান মোল্লা জানান এই ভিডিওর ব্যাপারে কিছুই জানা নেই, যাদের নাম বলছেন তারা এসোসিয়েশনের সাথে যুক্ত নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

একটি মন্তব্য পোস্ট করুন (0)