নিউজ ডেস্ক- বাংলাদেশের নোয়াখালি জেলায় পুকুরের জল ছেঁচার সময় পুকুর থেকে উঠে এলো এক কেজির এক আস্ত ইলিশ! যা দেখে অবাক পুকুরের মালিক থেকে এলাকার সমস্ত বাসিন্দারা। যদিও অনেক বিশেষজ্ঞদের মতে পুকুরে ইলিশ পাওয়া অস্বাভাবিক না। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে।
নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজরে পাম্প লাগিয়ে পুকুর ছেঁচছিলেন আবু নাসের। তিনি বলেন, "রাত থেকে পাম্প দিয়ে পাশের পুকুরে সেচ দিচ্ছিলাম। সকাল সাড়ে সাতটা নাগাদ জল কিছুটা কমে এলে তিনি ও আরও কয়েকজন জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। তখন জালে ধরা পড়ে ইলিশটি। প্রথমে কেউই ইলিশ মাছ বলে বিশ্বাস করছিল না। পরে অবশ্য মাছটি ইলিশ বলে নিশ্চিত হওয়া যায়।" পুকুরের মালিক এই বিষয়ে জানিয়েছেন, "আমার পুকুর কোনও দিন বানের জলে ভাসেনি। কখনও বাইরের জলও ঢোকেনি। তবে বছর খানেক আগে নদী থেকে কিছু মাছের পোনা এনে পুকুরে ছেড়েছিলাম, তার সঙ্গে ইলিশ মাছের চারাটি চলে আসতে পারে। মিষ্টি জলের পুকুরে ইলিশ মাছ দেখে অবাক স্থানীয়রা।" যদিও মৎস্য আধিকারিকদের মতে, মিষ্টি জলে ইলিশ মাছ বেঁচে থাকতে পারে। তবে তার বৃদ্ধি কম হয়।