Sourav Banerjee: হঠাৎ অসুস্থ জেলার সাংবাদিক সৌরভ ব্যানার্জি, ভর্তি কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে

DNN Bangla
0

নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার এবিপি আনন্দের সাংবাদিক সৌরভ ব্যানার্জি হঠাৎ অসুস্থ। গতকাল রাতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে এগারোটা নাগাদ হঠাৎই বাথরুমে পড়ে যান সৌরভ। দরজা ভেঙে তাকে বের করে তড়িঘড়ি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান সেরিব্রাল অ্যাটাক হতে পারে সৌরভের। এখনো পর্যন্ত হুঁশ ফেরেনি। সকালে খবর পেয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে খোঁজখবর নিতে যান জেলার সাংবাদিকরা।

অবস্থা স্থিতিশীল না হওয়ায় শ্রীরামপুর থেকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। গোটা ঘটনায় মন খারাপ জেলা সাংবাদিক মহলে। DNN বাংলার পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

একটি মন্তব্য পোস্ট করুন (0)