নিউজ ডেস্ক: রবিবার সকালে যাত্রীসমেত একটি বিমান ভেঙে পড়েছে আফগানিস্তানে। সেখানকার বদখশান প্রদেশে বিমানটি ভেঙে পড়েছে। জানা গিয়েছে, বিমানটি রাশিয়ার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু সেখানকার পর্বত সংলগ্ন এলাকায় বিমানটি ভেঙে পড়েছে।
সূত্রের খবলর, বিমানটি নাকি ভারত থেকে মস্কো যাচ্ছিল এবং সেটি ভারতীয় বিমান। কিন্তু কেন্দ্রের তরফে সেই দাবি সম্পূর্ণ খারিজ করা হয়েছে। ভারতের বাণিজ্যিক বিমান পরিবহণ বিভাগের তরফে বিবৃতি প্রকাশ করে বলে হয়, "আফগানিস্তানে দুর্ভাগ্যজনক ভাবে একটি বিমান ভেঙে পড়েছে। কিন্তু সেটি ভারতীয় বিমান নয়। মরোক্কোর বিমান হিসেবে নথিভুক্ত রয়েছে ছোট আকারের ওই বিমানটি। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।"
তালিবান সরকার জানায় যে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।