হুগলির পান্ডুয়ার নাতেকা মসজিদ প্রাঙ্গণে রবিবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। আলোচ্য বিষয় ছিল এস.আই.আর. (SIR) ও তার বর্তমান প্রেক্ষাপটে ইমাম সমাজের ভূমিকা ও করণীয়।
সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সম্মানিত ইমামসাহেবগণ উপস্থিত হন। উপচে পড়া ভিড় প্রমাণ করে বিষয়টির তাৎপর্য ও প্রয়োজনীয়তা কতটা গভীর। সভায় উপস্থিত ছিলেন ইমাম সংগঠনের উপদেষ্টা ও অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন-এর সভাপতি আবু আফজাল জিন্না।
তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কেন্দ্রীয় সরকার এস.আই.আর. এর দোহাই দিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অস্থিরতার মধ্যে ঠেলে দিতে চাইছে। আমাদের সবার দায়িত্ব, সমস্ত প্রামাণ্য কাগজপত্র, নাম, ঠিকানা ও বানান সঠিকভাবে ঠিক রাখা। পাশাপাশি সবাইকে পাসপোর্ট তৈরি করার মানসিক প্রস্তুতি নিতে হবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র।”
তিনি আরও বলেন, “বিজেপি নেতা অর্জুন সিং একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর আঘাত হানছেন। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নচেৎ এর মূল্য একদিন তাঁকে দিতেই হবে।”
সভাপতিত্ব করেন মৌলানা আবু বকর সাহেব। উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম, যিনি বলেন, “এস.আই.আর. এর বিষয়টি সরলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট করা উচিত। নাম ও বানান সংক্রান্ত ভুল অনেক সময় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তরফ থেকেও হয়ে থাকে। রাজ্য সরকার যদি সত্যিই সদিচ্ছা রাখে, তবে কেরলের মতো বিধানসভায় এই বিষয়ে বিল পাশ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক।”
সেমিনারে আরও বক্তব্য রাখেন পান্ডুয়া ব্লকের ইমাম নেতা জয়নাল আবেদীন, মৌলানা নজরুল ইসলাম কাসেমী, হাফেজ মোবারক সাহেব সহ আরও অনেকে।
শেষে দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।