নিউজ ডেস্ক: রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ওডিশা এফসি-কে তাদের ঘরের মাঠে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের বিজেতা হলো ইস্টবেঙ্গল এফসি। রবিবার, লাল-হলুদ বাহিনী এদিন ওডিশা এফসি কে ৩-২ গোলে হারিয়ে দেয়। দীর্ঘ ১২ বছর পর জাতীয় পর্যায়ের কোনও ট্রফি জিতল ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, ২০১২ সালে ফেডারেশন কাপ জয়ের পর ২০২৪-এর সুপার কাপ নিয়ে ঘরে ফিরলো তারা। এই ট্রফির পাশাপাশি, আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC CHAMPIONS LEAGUE) খেলবে ইস্টবেঙ্গল।
রবিবার সন্ধ্যায় প্রথমে গোল করে এগিয়ে থাকার সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ওডিশা। পরপর দু’টি গোল খায় তারা। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টায় পেনাল্টি থেকে করা গোলে সমতা আনে তারা। কিন্তু শেষ বাজি মারে ইস্টবেঙ্গলই। পুরো ১২ বছর পর ট্রফি জয়ের আনন্দে উচ্ছাস শুরু করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা।