দীর্ঘ ১৫ মাস পর মাঠে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। কয়েক মাস ধরে ধীরে ধীরে সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছিলেন ঋষভ। এ বার তিনি খেললেন একটা পুরো ম্যাচ। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর আলুরে একটি ওয়ার্ম আপ ম্যাচে খেলেছেন ঋষভ। ঋষভ পন্থ যে এ বারের আইপিএলে খেলার জন্য তৈরি তা বহু বার শোনা গিয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এই প্রথম কোনও পুরো ক্রিকেট ম্যাচ খেললেন পন্থ। তাতে পন্থের খেলায় কোনও জড়তা দেখা যায়নি। নিজের ছন্দেই খেলেছেন পন্থ। স্বাভাবিকভাবেই এই খবর খুশি করেছে তাঁর অনুরাগীদের এবং দিল্লি ক্যাপিটালসের ভক্তদেরও।
গত মাসে বিসিসিআই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন ঋষভ পন্থ। তিনি আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। এ বার তিনি পুরোদমে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। এ বছর রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ঋষভ যত তাড়াতাড়ি নিজের ছন্দ ফিরে পাবেন ভারতের সুবিধে হবে।