নিউজ ডেস্ক - আইপিএলপ্রেমীদের জন্য সুখবর। লোকসভা নির্বাচনের জন্য এখনও অবধি আইপিএলের সূচি প্রকাশ করতে পারেনি বোর্ড। এ বারের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে-তে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল এর আগে বলেছিলেন আইপিএলের প্রথম ১৫দিনের সূচি ঘোষণা হবে। তারপর নির্বাচনের দিন ঘোষণা হলে আইপিএলের বাকি সূচি ঘোষণা হবে।
এতদিন শোনা গিয়েছিল ২৩ মার্চ শুরু হবে ১৭তম আইপিএল। এ বার অরুণ ধুমাল বলেছেন, "আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।"
উল্লেখ্য, শোনা যাচ্ছে ২৬ মে এ বারের আইপিএলের ফাইনাল হবে। কারণ আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেশ-বিদেশের ক্রিকেটারদের জন্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হতে চলেছে।