নিউজ ডেস্ক : গত বছরের ডিসেম্বরে কলকাতার বুকে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ।এবার ফের মেগা গীতা পাঠের আয়োজন হতে চলেছে বাংলায়। আগামী ২৪ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের ওয়াইএমএ ময়দানে ২৫ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজনের টার্গেট নেওয়া হয়েছে। শুক্রবারই এই বিষয়ে প্রাথমিক পর্যায়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পুলিশি এবং অন্যান্য অনুমতি নেওয়ার প্রক্রিয়া বাকি।
কলকাতায় ব্রিগেডের ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূরান্তের জেলা থেকে ট্রেনে-বাসে চেপে এসেছিলেন মানুষজন। গীতা পাঠের সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতারা। ব্রিগেডের অনুষ্ঠানের আয়োজক অবশ্য বিজেপি ছিল না। সাধু-সন্তদের এক মিলিত মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে রাম মন্দির উদ্বোধনের আগে, ব্রিগেডের গীতা পাঠে যে উচ্ছ্বাস ধরা পড়েছিল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।