নিউজ ডেস্ক - উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কান্তার গ্রামেই সরস্বতীর প্রতিমা নিরঞ্জনের উচ্চ স্বরে মাইক বাজানোর প্রতিবাদ জানানোয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিন জনকে স্থানীয় দুই ব্যাক্তির বিরুদ্ধে কাটারির কোপ মারার অভিযোগ উঠল। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকেও ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে অনুযায়ী, গতকাল রাতে ঘটা করে চলছিল সরস্বতী প্রতিমার নিরঞ্জন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান গ্রামেরই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার। অভিযোগ প্রতিবাদ করায় পরীক্ষার্থীর ওই পরিবারের সঙ্গে স্থানীয় দুই ব্যাক্তির সঙ্গে বচসা শুরু হতেই পরীক্ষার্থীর পরিবারের সদস্যদের উপরে চড়াও হন স্থানীয় দুই ব্যাক্তি। অভিযোগ, ওই পরিবারের তিন সদস্যকে বেধড়ক মারধর করার পর কাটারি দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপ মারা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও। আহতদের উদ্ধার করে প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তিনজনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।