নিউজ ডেস্ক - দিঘা সমুদ্র বাঁধাই ঘাটে নরম সবুজ শ্যাওলা দেখতে পাওয়া গেল। যার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘার এই ঘাটে দেখলে মনে হবে যেন সবুজ কার্পেট পাতা। আর তাতেই হাঁটতে গেলেই নিমেশে পা পিচ্ছলে আছাড় খেতে হচ্ছে। বর্তমান দিঘার কিছু বিচে এই ধরনের শ্যাওলা হওয়ায় বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। এই শ্যাওলার উপর দিয়ে হাঁটতে গিয়েই কিছুকাল আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র একবার সজোরে আছাড় খেয়েছিলেন।
তার পরেও অবশ্যসস বেশ কয়েকজন জোয়ারের সময় হাঁটতে গিয়ে পা পিছলে গিয়েছে। বিশেষ করে ওল্ড দিঘার পাথরের ঢালাই করা ঘাট সহ বিচে এই ধরনের ঘন সবুজের শ্যাওলা দেখা দিচ্ছে। শুধু শ্যাওলা নয়, শ্যাওলার ভেতরে ব্লেডের মতো ধারালো ছোট ছোট ঝিনুকও রয়েছে। যা অত্যন্ত বিপদ আরও বাড়িয়ে। যার ফলে, বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ।