নিউজ ডেস্ক : রাজ্য বাজেটে বিরাট ঘোষণা। ভিনরাজ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে যান তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবার বড় ঘোষণা করা হল রাজ্য বাজেটে। বলা হয়েছে, রাজ্যের বাইরে যে হাসপাতাল রয়েছে, সেখানেও শ্রমিকরা স্বাস্থ্যসাথী ব্যবহার করতে পারবেন । অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, " পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।"
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, "যাঁরা অন্য় রাজ্যে কাজ করতে যান তাঁদের জন্য স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন। এত আর্থিক প্রতিকূলতার মধ্য়েও আমরা দেখিয়ে দয়েছি কীভাবে এগোতে হয়।"
কাজের জন্য হাজার হাজার শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে থাকেন। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মারাত্মক সমস্য়ায় পড়ে যান তাঁরা। অসুস্থ অবস্থায় বাংলায় ফিরে আসাটা খুবই কঠিন হয়ে যায়। আবার অসুস্থ অবস্থায় ভিনরাজ্যের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সমস্য়ায় পড়েন তারা। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, সেখানে কাজ করছেন তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।