নিউজ ডেস্ক - অবশেষে দীর্ঘ সময়ে ধরে আজকের আইপিএল ম্যাচের অপেরক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলে বহু ম্যাচকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। এ বারের আইপিএলে ৯টা ম্যাচ হয়েছে। দশম ম্যাচ ঘিরে যেন একটু বেশিই আলোচনা হচ্ছে। কারণ আরসিবি (RCB) বনাম কেকেআর ম্যাচ হল এখন আলোচনার কেন্দ্রে। বিরাট কোহলির (Virat Kohli) ঘরের মাঠে গৌতম গম্ভীরের কেকেআর কি পারবে ম্যাচ জিততে?
আইপিএলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে আজ রাতে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আইয়ার।
আরসিবি একাদশ: ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, আলজারি জোসেফ, যশ দয়াল, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট পরিবর্ত-সূয়াশ প্রভুদেশাই, মহিপাল লোমরোর, করন শর্মা, বিজয়কুমার বিশাখ, স্বপ্নিল সিং।
Tags
sports