নিউজ ডেস্ক - কিছুদিন আগে পর্যন্ত পেঁয়াজের দাম লাগাম ছাড়া হলেও বর্তমানে পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রতি বছরপই একটা সময়ে পেঁয়াজের দাম থাকে অনেক। তাই পেঁয়াজের সম্ভাব্য মুদ্রাস্ফীতি ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সরকার এ বছর বাফার স্টকের জন্য ৫ লক্ষ টন পেঁয়াজ কেনার পরিকল্পনা করছে। ফলে খোলা বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলেও পেঁয়াজ মজুত থাকলে দাম নিয়ন্ত্রণ করা যেতে পারে। সরকারের সূত্রে দ্বারা জানা যাচ্ছে, NCCF (ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড) এবং NAFED (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড) এর মতো সংস্থাগুলি সরকারের জন্য পেঁয়াজ সংগ্রহ করবে। খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রক গত বছর ৫ লক্ষ টন বাফার স্টক তৈরি করেছিল। এর মধ্যে এক লক্ষ টন এখনও রয়েছে।
সূত্রের আরও খবর, সরকারের বাফার স্টক থেকে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত দাম নিয়ন্ত্রণে সহায়তা করেছে। চলতি মাসের শেষের দিকে পেঁয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার। এই নিষেধাজ্ঞা রয়েছে ৩১ মার্চ পর্যন্ত।
Tags
India