হুগলির জেলার গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানার অন্তর্গত মশাটে নতুন মহুকুমা পুলিশ কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন এসপি কামনাশীষ সেন।
এদিন তিনি পর্দা টেনে কার্যালয়ের ফলক উন্মোচন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের চন্ডীতলা-জাঙ্গিপাড়া থানার ওসি সহ একাধিক থানার ওসি ও পুলিশ আধিকারিকেরা।
এছাড়াও গ্রামীণ পুলিশের হেডকোয়াটারের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন। চন্ডীতলার নতুন SDPO হলেন তমাল সরকার। এর আগেও একাধিক জেলা পুলিশের দায়িত্ব সামলেছেন তিনি।