নিউজ ডেস্ক - বেশ কয়েকদিন ধরে কলকাতা বিমানবন্দরে মাঝে মাঝেই শোরগোল পরে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। এইবার শুক্রবার সকাল থেকে বোমাতঙ্ক এয়ারপোর্টে। শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল আসে। তাতেই জানানো হয় কলকাতা বিমানবন্দরে বোমা রাখা যাচ্ছে। মেলের খবর চাউর হতেই তা নিয়ে তীব্র চাপনউতোর শুরু হয়ে যায় কর্তৃপক্ষের লোকজনের মধ্যে। তৎপরতা বাড়ায় সিআইএসএফ।
ইতিমধ্যেই সিআইএসএফের পক্ষ থেকে বিমানবন্দরের ভিতর তল্লাশি চলছে। প্রতিটা কোণা, ছোট-বড় জায়াগা সব খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বোমার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে। সাহায্য নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞজের। প্রসঙ্গ অনুযায়ী, সাম্প্রতিককালে দেশের নানা প্রান্তে প্রায়শই এই এই কায়দায় মেল পাঠিয়ে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। এটা সেরকমই কোনও ঘটনার প্রতিচ্ছবি কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
মেলের পিছনে এক যাত্রীর হাত থাককে পারে বলে জানা যাচ্ছে। তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর। অপরদিকে গোটা এলাাকতেই কড়া নজরদারি শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঠে নেমেছে বিধাননগর পুলিশও। পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অনুসন্ধার চালানো হচ্ছে।