নিউজ ডেস্ক - কাশীপুর থানার কিছুটা দূরত্বে অবস্থিত মুদিখানার দোকানে ঘটলো চুরির ঘটনা।আসন্ন ইদ এবং নববর্ষ উপলক্ষে প্রচুর পরিমাণে মুদিখানার সামগ্রী তুলেছিলেন কাশীপুরের ব্যবসায়ী টুম্পা গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, ৩০ বস্তা চাল, দেড়শো কেজি তেল, কোলড্রিঙ্কস, ওজন করার যন্ত্র সবই গিয়েছে চুরি। যা নিয়ে এলাকায় ছড়িছে ব্যাপক চাঞ্চল্য।
সূত্রের খবর, বাড়ির লাগোয়া ৯১ রোডের উপর তাঁর দোকান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন দোকানে চুরি হয়ে গিয়েছে। পিছনের দরজার তালা ভেঙে নিয়ে গিয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী। চাল-ডাল-তেল-কোলড্রিঙ্কস,মশলা, নগদ টাকা, এমনকি ওজন করার মেশিন নিয়ে গিয়েছে।
আর এক সপ্তাহ পরেই ভাঙড়ে তিন মাস পূর্ণ হবে কলকাতা পুলিশের। কিন্তু তার আগেই উত্তর কাশীপুর থানা থেকে কিছুটা দূরত্বে এমন চুরি হওয়ায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। দোকানের মালিক টুম্পা বলেন, “সব মাল নিয়ে গিয়েছে। ৩০ বস্তা সরু চাল, ৮ বস্তা মোটা চাল, সাদা ছিল ১০-১২ পেটি, সরষের তেল ছিল ৮-৯ পেটি। বাড়ির ভিতর গাড়ি নিয়ে এসে চুরি হয়ে যাবে, সে তো দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। আমাদের দোকান রাস্তার ওপরে। কাশীপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব। হয়তো গাড়ি নিয়ে এসেছিল।”
Tags
Crime