বাংলা থেকে জঙ্গি গ্রেফতারের পর সুর চড়ানো বিরোধীদের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

 নিউজ ডেস্ক - বাংলা থেকে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Cafe Blast) দুই অভিযুক্ত। কলকাতার উপকণ্ঠ থেকেই এনআইএ (NIA) গ্রেফতার করেছে দুই জঙ্গিকে। আর এর পরই সুর চড়িয়েছে বিরোধীরা। বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে। এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তিনি বললেন, “লোকগুলো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি।”

এ দিন কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকগুলি তো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোমার দিল্লি সেফ? উত্তর প্রদেশ সেফ? গুজরাট সেফ? বাংলার মানুষ শান্তিতে থাকে, সেটা সহ্য হয় না।”

প্রসঙ্গ অনুযায়ী, শুক্রবার সকালেই এনআইএ দিঘার হোটেল থেকে গ্রেফতার করে আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিবকে। এরা দুইজনই গত ১ মার্চ বেঙ্গালুরুতে হওয়া রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত। বিস্ফোরণের পর থেকেই গায়েব ছিল দুইজন। গোপন সূত্রে খবর পেয়েই এদিন অভিযান চালায় এনআইএ। তদন্তে সহযোগিতা করে পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্নাটক ও কেরল পুলিশও।সূত্রের খবর, ওই দুই অভিযুক্ত পরিচয় গোপন করে কলকাতার কাছেই লুকিয়ে ছিল।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন