বিগত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। এখনই বদলাচ্ছে না পরিস্থিতি। এইদিন কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এইদিন ৪১ ডিগ্রির ঘরে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের চরম সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। স্বস্তি নেই উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং, কালিম্পং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জেলাতে অস্বস্তিজনক গরমের ছবি দেখা যাবে। পার্বত্য এলাকায় দু’এক পশলা বৃষ্টি হলেও গড় তাপমাত্রা উপরের দিকে থাকবে বলেই জানাচ্ছে মৌসম ভবন। এদিকে উচ্চ তাপমাত্রার নিরিখে গোটা দেশের মধ্যে সকলের নজর কাড়ছে বাংলার কলাইকুণ্ডা, পানাগড়। একদিন আগেই পানাগড়ের তাপমাত্রা ৪৪ ডিগ্রির উপরে চলে গিয়েছিল। আগামী কয়েকদিনও একই ছবি দেখা যাবে।