তল্লাশির সাথে বিমানবন্দর থানাতেও গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিমানবন্দর থানা। যে নম্বর থেকে ওই উড়ো ফোন কল এসেছিল, সেই নম্বরের খোঁজ শুরু করা হয়। নম্বর ট্র্যাক করতে বসে পুলিশ জানতে পারে ফোনটি এসেছিল বারাসত থেকে। পলাশ তালুকদার নামে এক ব্যক্তির নম্বর থেকে ওই উড়ো ফোনটি এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ সেই মতো বিমানবন্দর থানার পুলিশ হানা দেয় বারাসতে এবং সেই অভিযানে গ্রেফতার করা হয় পলাশ তালুকদারকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তিকে জেরার সময় বার বার তার বক্তব্যে অসঙ্গতি ও অসামঞ্জস্য ধরা পড়ছিল। জেরাপর্বের সময় পলাশ তালুকদারকে বেশ অস্থির দেখাচ্ছিল বলেও পুলিশ সূত্রে খবর। গোটা বিষয়টি ইতিমধ্যেই আরও গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে বিমানবন্দর থানা। কী কারণে ওই উড়ো ফোন করা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। বৃহস্পতিবার অভিযুক্ত ওই ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।