নিউজ ডেস্ক - কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলল গুলি, বোমার শব্দও শোনা গেল হাওড়ার লিলুয়ায়। সোমবার পঞ্চম দফার ভোটে বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার লিলুয়ার বজরঙবলী মার্কেট সংলগ্ন এলাকা।কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বুথের বাইরে বোমা-গুলির শব্দ শোনা গিয়েছে বলে অভিযোগ। এরপরই বুথ ছেড়ে কার্যত পালিয়ে যান ভোটাররা। থমথমে হয়ে যায় গোয়া এলাকা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।
ডন বসকো গভর্নমেন্ট কোয়ার্টারে বুথের বাইরে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোট দিতে আসা ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বেশ কিছুক্ষণ কেটে গেলেও থমথমে গোটা এলাকা। পুলিশ ও সেন্ট্রাল ফোর্স টহল দিচ্ছে।
এইদিকে, উত্তর হাওড়া গোলমোহর এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। শাসক দলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে এসে তাড়া করে বহিরাগতদের সরিয়ে দেয়। এক তৃণমূল নেতা দাবি করেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।
শুধুমাত্র হাওড়া নয়, টুকরো টুকরো অশান্তির ছবি এদিন দেখা গিয়েছে গোটা বাংলা জুড়ে। ব্যারাকপুর, হুগলি সহ একাধিক জায়গায় মারধর ভাঙচুরের ঘটনা ঘটেেছে।
Tags
ELECTION