নিউজ ডেস্ক - তীব্র গরমে তিন কিশোর খেলাধূলার শেষে এলাকারই একটি পুকুরে নেমেছিল স্নান করতে। এরপর বেশ কিছুক্ষণ কোনও সাড়াশব্দ নেই। যারা তাদের পুকুরে নামতে দেখেছিল, তারাও খোঁজ শুরু করে। এরপরই বড় বিপদ ঘটে গিয়েছে বুঝেই শুরু হয় হইচই। গোটা পাড়া ভেঙে আসে পুকুরঘাটে। নামানো হয় ডুবুরি। সন্ধ্যা নামার মুখে সেই পুকুর থেকেই তোলা হয় তিন কিশোরের মৃতদেহ শুক্রবার তিলজলা থানা এলাকার অছিপরিষদ শিব মন্দিরের ঠিক পিছনের পুকুরে এই ঘটনা ঘটে।
সূত্রের খবর পুকুরে স্নান করতে এসে তলিয়ে মৃত্যু হয় তিন কিশোরের। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিনই বহু ছেলেপুলে এই পুকুরে স্নান করতে আসে। এই তিন কিশোরও আসে। এলাকার বাসিন্দা শুভঙ্কর দাসের কথায়, “খেলে এসে স্নান করছিল, তারপরই হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারপরই জানতে পারি তিনটে বাচ্চা মারা গিয়েছে। এলাকার লোকেরাই স্থানীয় থানায় ফোন করে। ডুবুরি আসে, বিপর্যয় মোকাবিলা টিমও আসে। বিকাল সাড়ে ৪টে ৫টা নাগাদ ছেলেগুলিকে উদ্ধার করা হয়।”
পুলিশ সূত্রের খবরে জানা যাচ্ছে, খবর আসতেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। আসে পুলিশের টিমও। তিনটি দেহ উদ্ধার করে পরপর। পুলিশের প্রাথমিক অনুমান, একজন প্রথমে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়েই আরও দুই কিশোর তলিতে যায়। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Tags
accident