নিউজ ডেস্ক - জোরকদমে চলেছে দেবের ভোট প্রচার। তিনি ঘুরেছেন ঘাটালের এ প্রান্ত থেকে অপ্রান্ত। সকাল থেকেই প্রস্তুত দেব। একবারে অন্য মেজাজে দেখা গেল তাঁকে। মাথায় হেলমেট, পরনে সাদা নীল ছাপ শার্ট, জিনস। চেপে বসলেন দলীয় কর্মীদের বাইকে। এইদিন সকাল থেকে দলের কর্মীদের সঙ্গে নিয়ে এভাবেই বাইকে চড়ে বুথে বুথে ঘুরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব ।
এইদিন সকাল থেকেই ঘাটালের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা যায়। খবর পাওয়া মাত্রই ছুটে যান দেব। শুরুতেই ঘাটালের দৌলতচক ৭১ নম্বর বুথ সহ- ঘাটালের বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র ঘুরে দেখেন। সকালে ভোট গ্রহণ শুরু হতেই দৌলতচকে তৃণমূলের বুথ এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে দৌলতচকে আসেন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ারও আবেদন করেন।
দেব বলেন, “দশ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। আমি শুনেই গিয়েছি। কিন্তু চাই সবাই ভোটটা দিক। আমি সবাইকে বলছি আপনারা ভোট দিন। কেউ আটকালে ভয় পাবেন না। আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিন। আমাকেই ভোট দিন বলছি না। যাকে ভাল লাগে তাঁকে ভোট দিন।”
Tags
ELECTION