যোগ্য চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার করুণাময়ীতে , বড় সিদ্ধান্ত এস এস সি চেয়ারম্যানের

নিউজ ডেস্ক:  সঠিক পথে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরেও কেন চাকরি খোয়াতে হবে সেই প্রশ্ন তুলে শুক্রবার করুণাময়ীতে SCC  ভবনের সামনে বিক্ষোভে বসেন হাজার হাজার চাকরিহারারা। 


এই এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আচার্য ভবনের সামনেই বসে পড়েন চাকরিহারারা। বক্তব্য একটাই, কেন অযোগ্যদের সঙ্গে একই আসনে বসিয়ে দেওয়া হল তাঁদের।

যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন এদিন তাদের একটাই দাবী তুলতে দেখা যায়, তারা বলেন, সুপ্রিম কোর্টে কমিশন বলেছে, যোগ্য-অযোগ্যদের তারা আলাদা করে দিতে পারবে। ২৪ ঘণ্টার মধ্যে সেটা করে দেওয়া হোক বলে দাবি তোলেন তাঁরা। এদিন হাতে ওএমআর শিটের কপি নিয়ে হাজির হন তাঁরা।

বিক্ষোভকারী চাকরিহারাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এদিন কথা বলেন SCC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যোগ্যদের একটি পরিসংখ্যান সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়ার আশ্বাস দেন তিনি। চেয়ারম্যান বলেন, “আমি তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছি যে যোগ্য প্রার্থী যারা, তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে, এই তালিকা থেকে যোগ্য-অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা স্পেশাল বেঞ্চে দিয়েছিলাম। তেমনই বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টেও তুলে ধরব। ফলে বাকি যারা থেকে গেল তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই সে ব্যাপারেও একটা পরিসংখ্যান অবশ্যই দেব। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতো যা নির্দেশ থাকবে তা করার চেষ্টা করব।”


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন