নিউজ ডেস্ক : পান্ডুয়ার বিস্ফোরণ কান্ডে ধৃত অভিযুক্ত মহিলা রীতা বল্লভ। বিস্ফোরনের শিকার হয়েছে তাঁরই পুত্র। এমনই অভিযোগ উঠে আসছে। রীতার স্বামী সুখদেব বল্লভ স্পষ্টত আগেই বলেছিলেন পারিবারিক বিবাদের জেরেই হামলা। সেটাই মিলে গেল রীতার গ্রেফতারিতে অর্থাৎ দুয়ে দুয়ে চার। আচমকা শান্ত পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনিতে বোমা বিস্ফোরণ তাও আবার ভোটের মরশুমে? এই ঘটনাটকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা শুরু করেছে বিরোধিতা।ঘটনাস্থলে গিয়ে ঘোলাজলে মাছ ধরতে তুমুল অশান্তি সৃষ্টির চেষ্টা করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু ঘটনা খুলে বললেন আহত ১ কিশোরের বাবা সুখদেব বল্লভ।তার দাবি," তাঁরই পারিবারিক গোলমালের জেরে প্রাক্তন স্ত্রীর প্রেমিক তথা বর্তমান স্বামী এই কীর্তি ঘটিয়েছে"। আর তার ফলেই এই ঘটনা। শুধু সুখদেবের পুত্র নয়। তার সঙ্গে আরও ২ কিশোর জখম হয়েছে। এক কিশোরের মৃত্যু হয়েছে।
সূত্র অনুযায়ী , ঘটনাস্থল থেকেই এক মহিলাকে আটক করে পুলিশ। পরে জানা যায়, তিনিই সুখদেবের প্রাক্তন স্ত্রী, রূপমের মা রীতা। বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনা নিয়ে তুমুল হট্টগোলের পরিবেশ তৈরি করে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করার পাশাপাশি অবস্থানে বসার হুমকি- সবই করেন তিনি। প্রশ্ন তোলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অথচ দেখা গেল এটা পারিবারিক অশান্তির জঘন্য ফলাফল। যার জেরে প্রাণ হারালোএক কিশোর। রাজনৈতিক মহলের মতে, "তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হবেন বুঝতে পেরেই পারিবারিক কোন্দলে রাজনৈতিক রং লাগানোর ব্যর্থ চেষ্টা করেন বিজেপি প্রার্থী"।