ফের সেতু ভেঙে পড়ল বিহারে,ঘটনায় কেউ আহত হয়নি



নিউজ ডেস্ক - বিহারে ফের ভেঙে পড়ল সেতু। শনিবার সকালে সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় তীব্র শব্দ হয়। যা পাশের দ্বারভাঙা জেলার রামগড় থেকেও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। যার জেরে এলাকায় বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে। কিছুদিন আগেই এই রাজ্যে একটি নবনির্মিত সেতু ভেঙে পড়েছিল। এক সপ্তাহ কাটার আগেই আরও একটি সেতু ভেঙে পড়ায় নির্মাণকাজ ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এইদিনের সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি। সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতু। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন। এই সেতু ভেঙে পড়ায় এখন গন্ডক খালের দুই পারের বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হবে।

সেতু রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ তোলার পর সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সেতুটি অনেক পুরনো। প্রায় ৪০ বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু, ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। এছাড়াও, খাল সংস্কারের সময় ঠিকমতো পদক্ষেপ গ্রহণ না করায় সেতুর পিলারের চারদিকে মাটি সরে যায়। 

উল্লেখযোগ্য বিষয়, এর আগে গত ১৮ জুন বিহারের আরারিয়াতে একটি নবনির্মিত সেতু ভেঙে পড়ে। উদ্বোধনের আগেই বকরা নদীর উপর ওই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। সেতুটি নির্মাণে ১২ কোটি টাকা ব্যয় হয়। সেতুর নির্মাণকাজ নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। চলতি বছরের শুরুতে বিহারের সুপলেও একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং আরও ১০ জন আহত হয়েছিলেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন