ইউজিসি নেট, সিএসআইআর-নেট-র বিতর্কের পর স্থগিত হলো টেট পরীক্ষা

 



নিউজ ডেস্ক - ইউজিসি নেট, সিএসআইআর-নেট-র পর এবার স্থগিত হল টেট। বিভিন্ন ক্ষেত্রে প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে। এবার বিহার স্কুল এগজামিনেশন বোর্ডের তরফে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট-ও স্থগিত করে দেওয়া হল। আগামী ২৬ থেকে ২৮ জুন টেট হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কিছু অনিবার্য কারণে টেট স্থগিত করে দেওয়া হচ্ছে। শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

নিট বিতর্কের মাঝেই চলতি সপ্তাহের মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা ছিল। পরীক্ষা হওয়ার পরদিনই এনটিএ-র তরফে পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। সূত্রের খবর, পরীক্ষার আগেই ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছিল নেট পরীক্ষার প্রশ্নপত্র। এরপর শুক্রবার সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষাও স্থগিত করার ঘোষণা করা হয়। এবার স্থগিত হল বিহারের টেট পরীক্ষাও।সূত্রের খবরে আরও 

জানা গিয়েছে, একইদিনে দুটি পরীক্ষা হওয়ার কারণেই টেট পরীক্ষা বাতিল করা হয়েছে। টেট পরীক্ষার দিনেই বিহারে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও পড়েছে। একদিকে যেখানে টেট-র তারিখ ২৬ থেকে ২৮ জুন, সেখানেই বিহার পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হেডমাস্টার পদে নিয়োগের পরীক্ষা ২৮ ও ২৯ জুন পড়েছে। দুটি পরীক্ষা একসঙ্গে হওয়ার কারণেই টেট পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন