ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকায়। সূত্রের খবর, এদিন ভোররাত নাগাদ ওড়িশার ভুবনেশ্বর থেকে একটি যাত্রীবোঝাই বাস কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। সেই সময় খড়গপুর বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়াণগড় থানার হাঁদলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় সেটি।
বাসের মধ্যে থাকা প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাসের মধ্যে থাকা এক বাসযাত্রী সুবল জানা জানান,"মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই ভোরের দিকে বাসটা দোল খেতে শুরু করে। পরে জাতীয় সড়কের উপর উল্টে যায়।” শিবু চক্রবর্তী নামে আরও এক আহত ব্যক্তি বলেন, “ভুবনেশ্বর থেকে হাওড়া যেতাম। হঠাৎ বাসটা উল্টে গেল। যাঁরা ছিলাম সকলের ব্যথা লেগেছে। হাত-পা-মাথায় আঘাত লেগেছে।”