নিউজ ডেস্ক - জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ ছিল। সপরিবারের গিয়েছিলেন সেখানেই। কিন্তু সে যাওয়ার কারণেই যে বাড়িতে এত বড় ঘটনা ঘটে যাবে, তা ভাবতেও পারেননি কেউ। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বাড়ি থেকে ১৩ ভরি সোনার গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের পশ্চিম গোলাহাট এলাকায়।
পূর্বস্থলীর গোলাহাটের বাসিন্দা অলোক দেবনাথ ও গোপাল দেবনাথ। সূত্রের খবর, জামাইষষ্ঠী উপলক্ষে গত মঙ্গলবার বিকালেই দুই ভাই তাঁদের নিজেদের শ্বশুরবাড়িতে চলে যান। গোটা বাড়ি ফাঁকা ছিল। বৃহস্পতিবার বিকালে তাঁরা যখন বাড়ি ফেরেন, তখন দেখেন বাড়ির দরজা তালা ভাঙা। এক আত্মীয় প্রথমে ফোন করে বিষয়টা জানান। তখনও ওতটা বুঝতে পারেননি তাঁরা।
ঘরের ভিতর ঢুকে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, বাড়ির তালা,আলমারি ও শোকেস ভাঙা। পরিবারের সদস্যদের দাবি, আলমারিতেই রাখা ছিল দুই পরিবারের প্রায় ১৩ ভরি সোনার গয়না। অভিযোগ, সবই চুরি গিয়েছে।
বাড়ির মালিক অলোক দেবনাথ বলেন, “আমি রাত এগারোটায় দেখেছি, তালা লাগানো ছিল। শ্বশুরবাড়ি আমার পাঁচ মিনিটের রাস্তা। আমাদের ভায়রার ছেলে প্রথম দেখেছে দরজা আলমারি খোলা। তারপর আমি এসে দেখি সব সোনার গয়না চুরি গিয়েছে।” এই ঘটনায় পাড়ার লোকের বিরুদ্ধেই অভিযোগ করছেন অলোক। তাঁর বক্তব্য, “আমার বাড়িতে কোথায় কত কোন চাবি রয়েছে, তা পাড়ার লোক জানত। কারণ জানালা খোলা থাকে, সবাই যাতায়াতের পথে দেখেছে। তাহলে আর বাইরের লোক কীভাবে জানবে।”