নিউজ ডেস্ক - শুক্রবার গভীর রাতে বাসন্তী হাইওয়ের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু রায়ান আলম নামের এক যুবকের। সূত্রের খবর, দুর্ঘটনার সময় গাড়িতে তিন যুবক ছিল। ঘটনার খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।আর বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, ওইদিন রাতে তিন বন্ধু মিলে একটি গাড়ি করে বেনিয়াপুকুরের নর্থ রেঞ্জ রোড থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়েতে কয়লা ডিপোর কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খালে পড়ে যায় গাড়িটি।দুর্ঘটনায় রীতিমতো শোকাহত রায়ানের পরিবার।তবে গাড়ির গতি কেমন ছিল কিংবা গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Tags
WEST BENGAL